
মুসলিম পরিবারে জন্ম, কিন্তু হিন্দু ধর্মের প্রতিই ছিল আজন্ম টান'— দিদি নম্বর ১-এর মঞ্চে প্রতিযোগীর সাহসী স্বীকারোক্তি!
HindusNews ডেস্ক :
জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো 'দিদি নম্বর ১' মানেই বাংলার দিদিদের জীবনযুদ্ধের নানান গল্প। সঞ্চালিকা রচনা ব্যানার্জীর সঙ্গে আড্ডায় উঠে আসে হাসি-কান্না আর হার না মানা লড়াইয়ের কথা। তবে সম্প্রতি এই শো-এর একটি পর্বে এক প্রতিযোগী নিজের ধর্ম ও বিশ্বাস নিয়ে যা বললেন, তা শুনে অবাক দর্শক থেকে শুরু করে নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার কেন্দ্রবিন্দুতে ওই ভদ্রমহিলার জীবনকাহিনি।
শো-এর মঞ্চে দাঁড়িয়ে ওই প্রতিযোগী অত্যন্ত গর্বের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের এক বড় সিদ্ধান্তের কথা তুলে ধরেন। তিনি জানান, জন্মসূত্রে তিনি এক মুসলিম পরিবারের সন্তান। কিন্তু ছোটবেলা থেকেই তাঁর মন পড়ে থাকত হিন্দু ধর্মের আচার-অনুষ্ঠান ও সংস্কৃতির দিকে।
নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, "মেয়ে হওয়ার কারণে আমাদের মুসলিম সমাজে তেমন কোন স্বাধীনতা পেতাম না। তাছাড়া আমাদের সমাজ বা ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তেমন কোন আনন্দ হয় না বলে আমার মনে হতো।"
তিনি আরও জানান, ছোটবেলা থেকেই হিন্দু ধর্মের দর্শন এবং ধর্মগ্রন্থগুলো তাঁকে গভীরভাবে আকর্ষণ করত। সনাতন সংস্কৃতির প্রতি এই গভীর অনুরাগ থেকেই তিনি বড় হয়ে একটি বড় সিদ্ধান্ত নেন। পরিবারের বা সমাজের তোয়াক্কা না করে, নিজের পছন্দেই তিনি এক হিন্দু যুবককে বিবাহ করেন এবং স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন।
জাতীয় টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে এমন অকপট ও সাহসী স্বীকারোক্তি সচরাচর দেখা যায় না। তাঁর এই ধর্মান্তকরণের গল্প এবং নিজস্ব জীবনবোধের কথা শুনে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অনেকেই। ধর্ম যে মানুষের ব্যক্তিগত বিশ্বাস এবং ভালোবাসার জায়গা, দিদি নম্বর ১-এর মঞ্চে দাঁড়িয়ে সেটাই যেন আবার প্রমাণ করলেন এই প্রতিযোগী।