লামা কেন্দ্রীয় হরি মন্দিরের ৩২তম মহোৎসব: সুষ্ঠু উদযাপনে নতুন কমিটি অনুমোদন

53m ago
VIEWS: 33

অর্পন কর্মকার, বান্দরবান জেলা প্রতিনিধি :

পার্বত্য বান্দরবান এর লামা কেন্দ্রীয় হরি মন্দিরে আগামী জানুয়ারি মাসে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য ৩২তম সার্বজনীন অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহনামযজ্ঞ মহোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে একটি শক্তিশালী উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

মহোৎসবের গুরুত্ব বিবেচনা করে লামা কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী প্রশান্ত কান্তি ভট্টাচার্য্য মন্দির পরিচালনা কমিটির বৈঠকে এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন।

নবগঠিত এই কমিটিতে শ্রী বাসু কান্তি দাশকে সভাপতি, শ্রী রতন দত্তকে সাধারণ সম্পাদক এবং শ্রী মিহির কান্তি ধরকে অর্থ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

লামা বৃহত্তর সনাতনী সমাজের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মহোৎসব তিন দিন ধরে চলবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন ঘটবে এই অনুষ্ঠানে।

লামা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে আগামী ৭ জানুয়ারি বুধবার মহতী ধর্মসভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ৮ জানুয়ারি বৃহস্পতিবার সার্বজনীন অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম নামযজ্ঞ এবং ৯ জানুয়ারি শুক্রবার মহানামযজ্ঞের পূর্ণাহুতির মাধ্যমে শেষ হবে ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানামযজ্ঞের সমাপ্তি।

নবনির্বাচিত কমিটির সভাপতি শ্রী বাসু কান্তি দাশ বলেন, "এই ৭১তম মহোৎসবকে সফল করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ধর্মপ্রাণ সকল ভক্ত ও জনসাধারণের সক্রিয় সহযোগিতা একান্তভাবে কাম্য।" তিনি আশা প্রকাশ করেন, কমিটি সকল দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এক সফল মহোৎসব উপহার দেবে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন