
বরিশালের গৌরনদীতে হিন্দু পরিবারকে মারধরের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর স্বামী-ছেলের বিরুদ্ধে
HindusNews ডেস্ক :
বরিশালের গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডের লাখেরাজ কসবা গ্রামে বসতবাড়ির জমি নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে এক হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ছবি আক্তারের স্বামী ও ছেলের বিরুদ্ধে। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে ভুক্তভোগীরা গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গ্রামের বাসিন্দা দশরাত দাস জানান, তাদের বসতবাড়ির প্রায় ২ শতক জমি নিয়ে ছবি আক্তারের স্বামী আহাদুল-এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমিটি দখল করতে বহুবার তাদের ভয়ভীতি ও হামলার চেষ্টা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
দশরাত দাস বলেন—
“কোনো কারণ ছাড়াই রোববার দুপুরে আহাদুল, তার স্ত্রী ছবি আক্তার, ছেলে সিয়াম ও ভাতিজা নাদিম আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে আমি সহ আমাদের পক্ষের চারজন আহত হই। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
অভিযুক্ত আহাদুলের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ থাকায় মতামত পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন—
“লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”