
অসহায় সুমন চন্দ্র দাসের জীবন বাঁচাতে মানবিক সহযোগিতা প্রয়োজন
HindusNews ডেস্ক :
চট্টগ্রামের সুমন চন্দ্র দাস—মাত্র ২৮ বছরের এক যুবক। বৃদ্ধ মা–বাবা, স্ত্রী এবং দুই ছোট মেয়েকে নিয়ে তার পাঁচ সদস্যের পরিবার। সেলুনে কাজ করে কোনোমতে সংসার চালাতেন তিনি। হঠাৎ করেই নির্মম এক রোগ তার জীবন থেকে আলো কেড়ে নিতে বসেছে। কয়েক মাস ধরে মারাত্মক অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এই যুবক।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুমনের লিভার সম্পূর্ণরূপে অকেজো হয়ে গেছে। এর প্রভাবে তার পেটে ভয়ানকভাবে পানি জমে শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসার ব্যয় আর বহন করতে না পেরে শেষ পর্যন্ত তাকে বাড়িতে ফিরিয়ে আনতে বাধ্য হন স্বজনরা।
স্বজনরা জানান, ধার–দেনা করে এতদিন চিকিৎসা চালালেও এখন আর সামান্য খরচ বহন করার মতো সামর্থ্যও তাদের নেই। পরিবারের সবাই প্রায় ভেঙে পড়েছে। যদি কিছু হয়ে যায়, তবে স্ত্রী, দুই কন্যাশিশু এবং বৃদ্ধ মা–বাবা এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে পড়ে যাবে।
চিকিৎসকরা জানিয়েছেন, সুমনের উন্নত চিকিৎসার জন্য অতি জরুরি ভিত্তিতে তাকে ভারতে নেওয়া প্রয়োজন। কিন্তু আর্থিক সঙ্কটের কারণে সেই পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য পরিবার এখন সমাজের সহৃদয় মানুষের সহযোগিতার জন্য মুখাপেক্ষী।
সুমনের বাবা অনুরোধ জানিয়ে বলেন—
“আমরা আর কিছুই পারছি না। ছেলেটাকে বাঁচাতে সবার একটু সাহায্যই আমাদের শেষ ভরসা।”
অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে আগ্রহী সকলের জন্য যোগাযোগ ও সহায়তা পাঠানোর নম্বর—
বিকাশ/নগদ (পার্সোনাল): 01879-283896
সুমনের বাবার নম্বর: 01988-781995
মানবিক এই মুহূর্তে যার যেমন সামর্থ্য, সেই অনুযায়ী সহযোগিতা করলে বাঁচানো যেতে পারে একটি তরুণ প্রাণ—রক্ষা পেতে পারে একটি পরিবার।