
অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থায় দেশ–ব্যাপী সন্তুষ্টি: আইআরআই জরিপে জানালেন ৭০ শতাংশ জনগণ
HindusNews ডেস্ক :
দেশের চলমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে জনগণের আস্থা ও সন্তুষ্টি দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে— এমন চিত্রই ফুটে উঠেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সদ্য প্রকাশিত জনমত জরিপে। জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের ৭০ শতাংশ জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে তারা সন্তুষ্ট। একই সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও দায়িত্ব পালনের প্রশংসা করেছেন ৬৯ শতাংশ নাগরিক।
আইআরআই-এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ জরিপটি পরিচালনা করে। সংস্থাটির এশিয়া–প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, “ড. ইউনূসের নেতৃত্বে দেশ যে একটি নতুন অগ্রগতির পথে হাঁটছে—জরিপের ফলাফল তারই প্রতিফলন। জনগণের এই আস্থা প্রমাণ করে, তারা স্থিতিশীলতা, সংস্কার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার প্রত্যাশা করছে।”
জরিপে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জনগণের আগ্রহও ব্যাপকভাবে ফুটে উঠেছে। ৬৬ শতাংশ ভোটার জানিয়েছেন তারা ‘খুবই আগ্রহী’ ভোট দিতে, আর ২৩ শতাংশ বলেছেন ‘কিছুটা আগ্রহী’। সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হচ্ছে—জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ নাগরিকের বিশ্বাস, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশেই অনুষ্ঠিত হবে।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক উত্তাপের মাঝেও জনগণের এ ধরনের আস্থা—বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে ইতিবাচক মনোভাব—দেশে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে।
জোহান্না কাও আরও বলেন, “বাংলাদেশের জনগণের এই ইতিবাচক অংশগ্রহণই প্রমাণ করে—সংস্কারের ধারা অব্যাহত রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক, নীতি নির্ধারণ ও শাসনব্যবস্থা বিষয়ক জনমত জরিপ পরিচালনা করে আসছে আইআরআই। দেশজুড়ে গণতান্ত্রিক সম্পৃক্ততা, ইস্যুভিত্তিক আলোচনা এবং দায়িত্বশীল রাজনীতি বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে।
অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই সন্তুষ্টি—একদিকে যেমন জাতীয় রাজনীতিতে নতুন প্রত্যাশার জন্ম দিচ্ছে, অন্যদিকে দেশকে একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচনের দিকে এগিয়ে নিচ্ছে বলেই মন্তব্য করছেন বিশ্লেষকরা।