
জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা ‘জামাই আদরে’ থাকবে
নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিনোদনগর ইউনিয়ন অমুসলিম শাখার দায়িত্বশীল শ্রী লক্ষ্মীকান্ত। শনিবার রাতে ভোটারপাড়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য আনোয়ারুল ইসলাম। স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দিতে গিয়ে শ্রী লক্ষ্মীকান্ত বলেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জন্য পরিস্থিতি কঠিন হবে— এমন ধারণা সমাজে প্রচলিত, কিন্তু বাস্তবতা তিনি ভিন্ন বলে দাবি করেন। তার ভাষায়, জামায়াত সরকারে এলে হিন্দুরা দেশে সম্মানের সঙ্গেই থাকবে, ‘জামাই আদরে’র মতো মর্যাদা পাবে এবং তাদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগের কারণ থাকবে না। তিনি উল্লেখ করেন যে আগের সরকারের সময় দেশে বিভিন্ন জায়গায় মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা দেখা গেলেও গত দুই দুর্গাপূজায় তেমন কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। এই পরিস্থিতিকেই তিনি জামায়াতের প্রতি সংখ্যালঘুদের আস্থার ভিত্তি হিসেবে তুলে ধরেন।
বক্তৃতায় তিনি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের প্রতি জামায়াতকে সমর্থনের আহ্বান জানান। তার বক্তব্যে উঠে আসে, হিন্দুরা যদি ইসলামের পক্ষে দাঁড়াতে পারে, তাহলে মুসলমানদেরও আরও বেশি উদারতা ও সমর্থন দেখানো উচিত। তিনি জানান যে তারা স্থানীয়ভাবে প্রতিদিন মোটরসাইকেল নিয়ে প্রচারণায় বের হন এবং প্রতিদিন গড়ে প্রায় ৭৫টি ভোট সংগ্রহ করতে সক্ষম হচ্ছেন। তার দাবি, তাদের এই প্রচেষ্টা মুসলিম ভোটারদের জন্যও অনুপ্রেরণা হওয়া উচিত।
পথসভায় প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম শ্রী লক্ষ্মীকান্ত ও স্থানীয় হিন্দু নেতাদের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে স্বাগত জানান। তিনি বলেন, জামায়াত সব ধর্মাবলম্বীর সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাকে তারা রাজনৈতিক অঙ্গীকার হিসেবে বিবেচনা করে।
স্থানীয় রাজনৈতিক মহলে শ্রী লক্ষ্মীকান্তের এই বক্তব্য নতুন আলোচনা সৃষ্টি করেছে। কেউ একে রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নতুনভাবে রাজনৈতিক অবস্থান তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে। নির্বাচনের মাঠে এর প্রভাব কতটা পড়বে— সেটি সময়ই বলে দেবে।