সুবর্ণচর কেন্দ্রীয় মহাশ্মশানের ৫ম পুনঃপ্রতিষ্ঠা বার্ষিকী: ভক্তসেবায় অনন্য স্বেচ্ছাসেবক মহাসংঘ

22h ago
VIEWS: 40

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কেন্দ্রীয় মহাশ্মশানের ৫ম পুনঃপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠানে সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘নোয়াখালী জেলা হিন্দু ছাত্র ও স্বেচ্ছাসেবক মহাসংঘ’। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের নিরলস শ্রম ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা আগত হাজারো ভক্তের প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি চার দিনব্যাপী এই পুণ্যতীর্থ অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মসভা ও নামসংকীর্তনের আয়োজন করা হয়। আয়োজক কমিটি সূত্রে জানা যায়, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পৌরহিত্যে ছিলেন শ্রীমৎ কৃষ্ণানন্দ দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানে পবিত্র গীতা পাঠ করেন উপমহাদেশের প্রখ্যাত গীতা পাঠক শ্রীমৎ গোপনাথ ব্রহ্মচারী মহারাজ ও শ্রীমতী আদ্রিতা চক্রবর্ত্তী (ইচ্ছা)। এছাড়া ভক্তদের হৃদয়ে ভক্তিরস সঞ্চারে পদাবলী কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট কীর্তনীয়া শ্রীমতী কৃষ্ণা পাল।

শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দুপুরে ধর্মসভা এবং দিন-রাতব্যাপী পদাবলী কীর্তনের করুণ-মধুর সুরে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

এই বিশাল আয়োজনে শৃঙ্খলারক্ষা, ভক্তদের সহযোগিতা, প্রসাদ বিতরণ এবং সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নোয়াখালী জেলা হিন্দু ছাত্র ও স্বেচ্ছাসেবক মহাসংঘের সদস্যরা। প্রায় পাঁচ সহস্রাধিক ভক্তের সমাগমে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য স্বেচ্ছাসেবকরা দিনরাত পরিশ্রম করেছেন।

সেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ততা নিয়ে সংগঠনের সদস্যরা বলেন, ‘‘শ্রীমদ্ভাগবত পাঠ ও ধর্মসভার মতো পবিত্র আয়োজনে সেবা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এটি কেবল দায়িত্ব পালন নয়, বরং ধর্মীয় চেতনা ও ভক্তি আবহকে শক্তিশালী করার একটি মহৎ সুযোগ। আমরা আশা করি, তরুণ সমাজ ভবিষ্যতেও এমন সেবামূলক কাজের মাধ্যমে সমাজে একতা ও সহমর্মিতা বজায় রাখবে।’’

সুবর্ণচর উপজেলা কেন্দ্রীয় মহাশ্মশান কমিটি ও পদাবলী উদযাপন কমিটির নেতারা বলেন, ‘‘এই মহাশ্মশান কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্য, ইতিহাস ও আধ্যাত্মিক চর্চার প্রতীক। ধর্মীয় আয়োজনে তরুণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটি অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত।’’ ভবিষ্যতেও এই সেবা ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের পদচারণায় চার দিনের এই উৎসব এক মহা মিলনমেলায় পরিণত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মানবিক সেবা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন