
রাজশাহীতে শিব মন্দিরের গেট বন্ধ করে দোকান নির্মাণের অভিযোগ; হিন্দু ছাত্র মহাজোটের তীব্র প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার হড়গ্রাম বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী ছোট শিব মন্দিরের প্রবেশপথ (গেট) বন্ধ করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। রাজশাহী কোর্ট সংলগ্ন এই এলাকায় প্রকাশ্য দিবালোকে এমন দখলের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে ও প্রাপ্ত তথ্যে জানা যায়, মন্দিরের মূল গেট অবরুদ্ধ করে এই নির্মাণ কাজ চালানো হচ্ছে। অভিযোগ রয়েছে, কালো কোর্ট পরিহিত এক ব্যক্তির উপস্থিতিতে ও নেতৃত্বে এই দখলের মহোৎসব চলছে। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে এবং মন্দিরে যাতায়াতের পথ রুদ্ধ হওয়ার উপক্রম হয়েছে।
এই অবৈধ দখলের নেপথ্যে থাকা মূল অভিযুক্ত হিসেবে যার নাম উঠে এসেছে তিনি হলেন—হারেজের খান। তার পিতার নাম মৃত বদর আলী খান। স্থায়ী ঠিকানা: মুন্সিপাড়া (মসজিদের পাশে), পোস্ট: রাজশাহী কোর্ট, থানা: রাজপাড়া। বর্তমানে তিনি কাশিয়াডাঙ্গা এলাকায় বসবাস করেন।
স্থানীয়রা জানান, মন্দিরের পবিত্রতা নষ্ট করে এবং যাতায়াতের পথ বন্ধ করে এমন স্থাপনা নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই অবৈধ নির্মাণ কাজ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট’। সংগঠনটি এক বিবৃতিতে রাজশাহীর সর্বস্তরের মানুষকে এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। তারা অবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মন্দিরের গেট উন্মুক্ত করার দাবি জানান, অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।