
কমলগঞ্জের নারায়ণপুর গ্রামে বিশ্বশান্তি কামনায় ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন
শান্ত পাল, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে বিশ্বশান্তি ও জীবজগতের মঙ্গল কামনায় ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। আগামী ০১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার থেকে গ্রামের নারায়ণপুর সার্বজনীন শ্রীশ্রী পূজামণ্ডপে এই মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হবে।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, চার দিনব্যাপী এই মহোৎসব চলবে আগামী ০৪ জানুয়ারি ২০২৬, রবিবার পর্যন্ত। উৎসবকে ঘিরে এলাকাজুড়ে সনাতনী ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
নারায়ণপুর গ্রামের সনাতনী ভক্তবৃন্দ ‘হিন্দু নিউজ’কে জানান, “ঈশ্বরের কৃপায় ও পরম করুণাময়ের অশেষ দয়ায় এই মহানাম যজ্ঞানুষ্ঠান এবার ১০ম বছরে পদার্পন করেছে। ভগবানের আশীর্বাদ এবং সকলের সহযোগিতায় আমরা আগামীতেও এই ধর্মীয় ধারা অব্যাহত রাখতে চাই।”
আয়োজক কমিটি সকল সুধী সনাতনী গৌর ভক্তবৃন্দকে সপরিবারে উক্ত মহোৎসবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তারা উল্লেখ করেন, ভক্তদের উপস্থিতি, চরণধূলি ও সার্বিক সহযোগিতা মহোৎসবের সৌন্দর্য এবং পরিপূর্ণতা বৃদ্ধি করবে।
যাতায়াত ব্যবস্থা:
কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার রেলওয়ে স্টেশন থেকে সিএনজি বা টমটম যোগে তিন কিলোমিটার উত্তরে গেলেই নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মণ্ডপটি পাওয়া যাবে। এছাড়া মৌলভীবাজার থেকে মুন্সিবাজার হয়ে দেবীপুর দেবালয়ের পাশ দিয়ে চৈতন্যগঞ্জ ধলাই ব্রিজ অতিক্রম করেও সিএনজি, প্রাইভেটকার বা টমটম যোগে অনুষ্ঠানে আসা যাবে।