হিন্দু নারীদের ধর্মান্তরিত করার আহ্বানে বিতর্ক, কাঠগড়ায় ‘প্রোটেক্ট আওয়ার সিস্টার’ সদস্য লোকমান হোসেন

1 day ago
VIEWS: 342

স্টাফ রিপোর্টার | ঢাকা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে অনলাইন দুনিয়ায়। মুহাম্মদ লোকমান হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে হিন্দু নারীদের লক্ষ্যবস্তু করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার আহ্বানের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ওই ব্যক্তি ‘প্রোটেক্ট আওয়ার সিস্টার’ (Protect Our Sister) নামক একটি সংগঠনের সক্রিয় সদস্য, যারা এর আগে ভিন্ন ধর্মের ছেলের সাথে মুসলিম মেয়েদের সম্পর্ক নিয়ে উগ্রবাদী আচরণের জন্য সমালোচিত হয়েছে।

ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা
সম্প্রতি রুদ্র প্রতাপ নামের এক নেটিজেনসহ অনেকেই মুহাম্মদ লোকমান হোসেনের একটি মন্তব্য শেয়ার করছেন। সেখানে লোকমান হোসেনকে লিখতে দেখা যায়, “আমি হিন্দু মেয়েদেরকে ধর্মান্তরিত করার পক্ষে। জায়গায় জায়গায় তাদের টার্গেট করে ইসলাম ধর্মে নিয়ে আসুন।”

এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশ একে সরাসরি সাম্প্রদায়িক উস্কানি এবং নারীদের প্রতি অবমাননাকর বলে দাবি করেছেন।

দ্বিমুখী আচরণের অভিযোগ
সমালোচকদের দাবি, লোকমান হোসেন যে সংগঠনটির (‘প্রোটেক্ট আওয়ার সিস্টার’) সদস্য, তারা দীর্ঘদিন ধরে নৈতিকতার দোহাই দিয়ে ভিন্ন ধর্মের ছেলের সাথে মুসলিম মেয়েদের মেলামেশা বা সম্পর্কের বিরোধিতা করে আসছে। অভিযোগ রয়েছে, সাধারণ ঘোরাঘুরির ক্ষেত্রেও তারা যুগলদের মারধর ও হয়রানি করে এবং সামাজিক মাধ্যমে গুজব ছড়ায়।

রুদ্র প্রতাপ নামের ওই ব্যক্তি অভিযোগ করে বলেন, “এই জঙ্গিটা ‘প্রোটেক্ট আওয়ার সিস্টার’-এর সদস্য। সে হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ে দেখলেই মারধর আর গুজব ছড়ায়। অথচ এখন সে নিজেই হিন্দু মেয়েদের টার্গেট করে মুসলিম বানাতে বলছে। অর্থাৎ তলে তলে তারা হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করাকে সাপোর্ট করছে।”

মিডিয়া ও সংগঠনের যোগসাজশ?
অভিযোগে ‘বাংলা এডিশন’ (Bangla Edition) নামের একটি মিডিয়া প্ল্যাটফর্মের নামও উঠে এসেছে। দাবি করা হচ্ছে, এই প্ল্যাটফর্মটি ইসকন ও হিন্দু বিদ্বেষী মনোভাব পোষণ করে এবং তারা ‘প্রোটেক্ট আওয়ার সিস্টার’-এর সদস্যদের বিতর্কিত কর্মকাণ্ডে সহযোগিতা করে থাকে। হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়েদের সম্পর্কের বিরোধিতায় তারা সোচ্চার থাকলেও, হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করার বিষয়টিতে তারা নীরব বা পরোক্ষ সমর্থন দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিক্রিয়া
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সচেতন মহল মনে করছেন, এ ধরনের বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। একপাক্ষিক ‘নারীর নিরাপত্তা’র কথা বলে অন্য ধর্মের নারীদের ‘টার্গেট’ করার আহ্বানকে তারা চরম দ্বিমুখী আচরণ ও উগ্রবাদ হিসেবে চিহ্নিত করছেন।

এ বিষয়ে অভিযুক্ত লোকমান হোসেন বা ‘প্রোটেক্ট আওয়ার সিস্টার’ গ্রুপের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিতর্কিত পোস্টটি নিয়ে সাইবার আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।



to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন