
মীরসরাইয়ে গৃহবধূর তৎপরতায় ডাকাতির চেষ্টা ব্যর্থ, আজ থেকে গ্রামবাসীর রাতজাগা পাহারা
নিজস্ব প্রতিবেদক, মীরসরাই:
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে পরিবারের সদস্যদের বুদ্ধিমত্তা ও এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ব্যর্থ হয়েছে এক দুঃসাহসিক ডাকাতির চেষ্টা। গতকাল রাত আনুমানিক ২টার দিকে ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের অনিল নাথের বাড়িতে এই ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অনিল নাথের ছেলের বৌ বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। এ সময় তিনি বাড়ির আঙিনায় একদল ডাকাতকে ওঁৎ পেতে থাকতে দেখেন। তিনি ভয় না পেয়ে দ্রুত ঘরে ফিরে বিষয়টি স্বামী ও শ্বশুরকে জানান।
বিপদ আঁচ করতে পেরে অনিল নাথের ছেলে বিষু নাথ কালক্ষেপণ না করে অত্যন্ত কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি প্রতিবেশী ও পরিচিতজনদের জানিয়ে দেন। বিষু নাথের ফোন পেয়ে মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী চৌধুরী বাড়ির বাসিন্দাসহ আশেপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।
গ্রামবাসীর এমন তড়িৎ উপস্থিতি ও ধাওয়া খেয়ে ডাকাত দল ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং ডাকাতি না করেই দ্রুত পালিয়ে যেতে বাধ্য হয়। বিষু নাথের সময়োপযোগী পদক্ষেপ এবং তার স্ত্রীর সজাগ দৃষ্টির কারণে বড় ধরনের জানমালের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পরিবারটি।
এদিকে, এই ঘটনার পর এলাকায় যাতে নতুন করে চোর-ডাকাতের উপদ্রব না বাড়ে, সেজন্য কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয়রা। জানা গেছে, আজ থেকেই এলাকাবাসী বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে পালাক্রমে গ্রাম পাহারার উদ্যোগ নিয়েছেন। গ্রামের নিরাপত্তা নিশ্চিতে যুব ও বয়োজ্যেষ্ঠরা মিলে এই স্বেচ্ছাসেবক টিম গঠন করেছেন।