
তিতুমীর কলেজে ধর্ম অবমাননার অভিযোগে বিশ্বজিৎ চন্দ্র বর্মন আটক
ঢাকা প্রতিনিধি :
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ধর্ম অবমাননার অভিযোগে বিশ্বজিৎ চন্দ্র বর্মন নামের এক শিক্ষার্থীকে শিক্ষার্থীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার বিকেলে কলেজ ক্যাম্পাস থেকেই তাকে আটক করা হয়। আটক বিশ্বজিৎ চন্দ্র বর্মন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী।
কলেজ–সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ফারিহা আক্তার’ নামে একটি ফেসবুক আইডি থেকে কিছুদিন আগে ‘শাহ মাহমুদ’ নামে একটি অ্যাকাউন্টের পোস্টের মন্তব্য বিভাগে নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, ‘ফারিহা আক্তার’ নামের আইডিটি নকল এবং সেটি নাকি ব্যবহার করতেন বিশ্বজিৎ চন্দ্র বর্মন।
ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাসেই শনাক্ত করে আটক করেন এবং কলেজ প্রশাসনকে অবহিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ তাকে অধ্যক্ষের কক্ষে নিয়ে আসে। সেখানে প্রশাসনের উপস্থিতিতে বিশ্বজিৎ নিজের কর্মকাণ্ডের কথা স্বীকার করেন বলে জানা গেছে। পরে আইন–শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একই সেশনের শিক্ষার্থী তাওহিদ আহমেদ রাজন বলেন,
“আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যসহ মুসলিম নারীদের পোশাক ও আচরণ নিয়ে আপত্তিকর বক্তব্য আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। এগুলো শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না, বরং নারীদের মর্যাদাকেও অপমান করে।”
ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কলেজ প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা।