
কি কটুক্তি করেছে কেউ নিজের চোখে দেখিনি,শুনেছে শুধু
নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকরাইল গ্রামে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে আবারো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
সাগর মন্ডলকে আটক, তবুও থামেনি হামলাকারীরা:
স্থানীয় যুবক সাগর মন্ডল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কাবা শরীফ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন—এমন অভিযোগে এলাকাজুড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি বেগতিক দেখে তাকে নগরকান্দা থানা পুলিশ দ্রুত থানায় নিয়ে যায়। তবে হামলাকারীরা তাতেও শান্ত হয়নি। পুলিশের উপস্থিতির মধ্যেই দুর্বৃত্তরা হিন্দু পরিবারের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
বিক্ষোভকারীদের মধ্যে প্রশ্নে মিললো না অভিযোগের প্রমাণ:
আন্দোলনরত তৌহিদী জনতার সঙ্গে কথা বলে জানায়—
আন্দোলনে থাকা কেউই নিজ চোখে সেই ফেসবুক মন্তব্য দেখেনি।
অধিকাংশই “অন্যের মুখে শোনা” তথ্যের ভিত্তিতে রাস্তায় নেমেছে।
এক মাদ্রাসা শিক্ষার্থী জানায়—“মন্তব্যটি সত্য কিনা আমরা জানি না। হুজুর বলেছেন, তাই আন্দোলনে এসেছি।”
এ তথ্য স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ও উদ্দেশ্যপ্রণোদিত উসকানির আশঙ্কা তৈরি করেছে।
সাইবার টিম জানালো যা:
জেলা সাইবার টিমের এক কর্মকর্তা হিন্দুস নিউজকে বলেন—
“পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই আমরা সাগরকে আটক করে থানায় নিয়ে আসি। নাহলে জনতার হাতে মব সৃষ্টি হতো।”
তিনি আরও জানান—
“সাগরের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম আমরা যাচাই করছি। অতি দ্রুত তদন্তের ফলাফল জানানো হবে।”
এলাকায় পুলিশের কড়া নজরদারি:
ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও স্থানীয় হিন্দু পরিবারগুলো তীব্র আতঙ্কে অবস্থান করছে।