
"পূজা হচ্ছে ‘শয়তানের ইবাদত’" বিএনপি নেতা হারুনর রশীদের বিতর্কিত মন্তব্য! সনাতন সম্প্রদায়ের ক্ষোভ
HindusNews | অনলাইন ডেস্ক:
বিএনপি নেতা হারুনর রশীদ নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছেন এক সাম্প্রতিক ভিডিও বক্তব্যকে ঘিরে। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়— “পুজা হচ্ছে শয়তানের ইবাদত।” এই মন্তব্য প্রকাশ্যে আসার পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং সনাতন সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার করে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হারুনর রশীদ জনসম্মুখেই এ বক্তব্য প্রদান করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অসংখ্য সনাতন ধর্মাবলম্বী, সামাজিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন। তারা মন্তব্যটিকে সরাসরি ধর্মানুভূতি আঘাতকারী, উসকানিমূলক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অপপ্রয়াস বলে আখ্যা দেন।
স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতারা বলেন, “এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পূজা আমাদের আধ্যাত্মিকতা, সংস্কৃতি ও ধর্মীয় চেতনার অংশ। একজন রাজনৈতিক নেতা কীভাবে এত বড় অবমাননাকর কথা বলতে পারেন—তা বোধগম্য নয়।” তারা আরও বলেন, “হারুনর রশীদের মতো উগ্রবাদী মানসিকতার ব্যক্তিদের কঠোরভাবে প্রতিহত করা উচিত। বিএনপির শীর্ষ নেতৃত্ব যদি এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে আমরা দলটির প্রতি আমাদের সমর্থন পুনর্বিবেচনা করতে বাধ্য হব।”
বিবৃতিদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বহু নাগরিকই মনে করছেন— দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো বক্তব্যের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর কঠোর অবস্থান নেওয়া জরুরি।
হারুনর রশীদের এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে তার বক্তব্যকে কেন্দ্র করে যে ক্ষোভ ও অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা দিনভর নানা মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।
সনাতন সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে বিএনপি এই ঘটনায় কোনো শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেয় কিনা— তা এখন রাজনৈতিক অঙ্গনের বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে।