
খুলনার দাকোপে বিএনপি নেতা কর্তৃক সংখ্যালঘু হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক :
খুলনার দাকোপ উপজেলার কালাবগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এক হিন্দু নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর রাতে দাকোপ বিএনপির ৯ নং ওয়ার্ডের সহ–সভাপতি হিসেবে পরিচিত মারুফ গাজীর বিরুদ্ধে ওই নারীকে ওপর জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ অভিযুক্ত ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে আর্থিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত ক্ষমতাশালী হিসেবে পরিচিত।
স্থানীয়দের দাবি, এমন প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা প্রায় অসম্ভব। প্রতিবাদ তো দূরের কথা, ঘটনাটি নিয়ে সাধারণ আলোচনা করতেও মানুষ ভয় পাচ্ছেন। সংখ্যালঘু পরিবার হওয়ায় ভুক্তভোগী পক্ষের ভীতি স্বাভাবিকভাবেই বেশি, তবে এলাকার মানুষ বলছেন—প্রভাবশালী গোষ্ঠীর দাপটে এখানে সংখ্যাগুরুদেরও নিরাপত্তা নেই। কেউ মুখ খুললে তার ওপর চাপ সৃষ্টি করা বা পরবর্তীতে সমস্যায় ফেলে দেওয়া—এখানে নাকি খুবই সাধারণ ঘটনা।
এলাকার কয়েকজন সচেতন মানুষ ঘটনাটি জানার পর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করেন, রাজনৈতিক প্রভাবশালীদের এমন আচরণ সমাজকে স্থবির করে দেয় এবং নির্যাতনের শিকারদের আরও দুর্বল করে তোলে। তাদের মতে, ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয়দের এগিয়ে আসা প্রয়োজন। নীরব থাকলে অন্যায়ের শেকড় আরও শক্ত হয়ে যাবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পরও চারদিকে যে নীরবতা ছড়িয়ে আছে, সেটিই এখন সবচেয়ে বড় ভয়। মানুষ ফিসফিস করে কথা বলছে, কিন্তু প্রকাশ্যে কেউই সামনে আসছে না। আর এই নীরবতাই অভিযুক্তদের জন্য হয়ে উঠছে ঢাল।